ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার সোনাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাজমুন নাহার রাহা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মাইজদী-সোনাপুর প্রধান সড়কের উত্তর সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুন নাহার রাহা জেলা সদরের মহব্বতপুর গ্রামের আবু হাসানের মেয়ে।

তিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, মঙ্গলবার সকালে অটোরিকশায় করে নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন রাহা। পথে উত্তর সোনাপুর এলাকায় এলে রাহার ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে রাহার গলায় ফাঁস লাগলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায় তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন রাহাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।