মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এ স্নানোৎসব চলবে বিকেল চারটা পর্যন্ত।
দেশ বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোক এসে গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি ঘটায়।
গঙ্গাস্নান করতে আসা লক্ষণ চন্দ্র সূত্রধর বলেন, আমার বাবা, দাদারা আত্মশুদ্ধি লাভের আশায় অষ্টমীতে গঙ্গা স্নান করে আসছে তাই আমরাও করছি।
এ ব্যাপারে চৌহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রীতি আক্তার বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাওয়ালী পাড়ার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ