ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে অষ্টমী গঙ্গা স্নানোৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ধামরাইয়ে অষ্টমী গঙ্গা স্নানোৎসব শুরু বংশী নদীতে মহা অষ্টমীর গঙ্গা স্নান করছে নারী-পুরুষ

ধামরাই, ঢাকা: প্রথম প্রহর থেকে চৌহাট বংশী নদীর পাড়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহা অষ্টমীর গঙ্গা স্নান ও তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এ  স্নানোৎসব চলবে বিকেল চারটা পর্যন্ত।

দেশ বিদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার লোক এসে গঙ্গা স্নানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি ঘটায়।

এ স্নানোৎসব উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সবাই একত্রে উৎসব পালন  করে।

বংশী নদীতে মহা অষ্টমীর গঙ্গা স্নান করছে নারী-পুরুষগঙ্গাস্নান করতে আসা লক্ষণ চন্দ্র সূত্রধর বলেন, আমার বাবা, দাদারা ‍আত্মশুদ্ধি লাভের আশায় অষ্টমীতে গঙ্গা স্নান করে আসছে তাই আমরাও করছি।

এ ব্যাপারে চৌহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রীতি আক্তার বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাওয়ালী পাড়ার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।