মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল ৩ টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।
তিনি বাংলানিজকে বলেন, ‘গণপরিবহন নিয়ে আমরা একটি ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছি।
পরিবহন মালিক সূত্র জানায়, সিটিং সার্ভিসের বাসে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ঢাকায় জনমনে অসন্তোষ রয়েছে। আর যত্রতত্র পার্কিং এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণেও দুর্ঘটনা বাড়ছে। এমন অবস্থায় পরিবহন মালিকদের বৈঠক থেকে ঢাকার নগর পরিবহনে বড় ধরণের একটি পরিবর্তনের ঘোষণা আসতে পারে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএ/বিএস