ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গণপরিবহনে নৈরাজ্য রোধে বৈঠকে বসছেন নেতারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
গণপরিবহনে নৈরাজ্য রোধে বৈঠকে বসছেন নেতারা গণপরিবহন, ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সড়ক পরিবহন মালিক নেতারা।

মঙ্গলবার (০৪ এপ্রিল)  বিকেল ৩ টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

তিনি বাংলানিজকে বলেন, ‘গণপরিবহন নিয়ে আমরা একটি ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

প্রথমে মালিকরা জেনারেল মিটিং করবেন । তারপর গণমাধ্যমকে বিফ্রিং করে জানানো হবে’।

পরিবহন মালিক সূত্র জানায়, সিটিং সার্ভিসের বাসে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ঢাকায় জনমনে অসন্তোষ রয়েছে। আর যত্রতত্র পার্কিং এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণেও দুর্ঘটনা বাড়ছে। এমন অবস্থায় পরিবহন মালিকদের বৈঠক থেকে ঢাকার নগর পরিবহনে বড় ধরণের একটি পরিবর্তনের ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।