ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ৫ দোকান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ৫ দোকান  লক্ষ্মীপুরে আগুনে পুড়লো ৫ দোকান-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রসুলগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আগুন লাগে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকালে রসুলগঞ্জ বাজারে সোহেলের ‘সামিয়া হোটেল’-এ আগুন লাগে।

দ্রুত আগুন ছড়িয়ে আরো ৫টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  

এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।