মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মানুষের জটলা দেখতে পাই, এতে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে তাদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা সেবা সাময়িক বন্ধ ছিলো। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নিরাপত্তা কর্মকর্তা বাংলানিউজকে বলেন, হাসপাতাল থেকে বহিষ্কার হওয়া ডা. আবদুর রউফ এবং আদনানের নেতৃত্বে বেশ কিছু চিকিৎসক গত ২২ মার্চ থেকে কয়েকটি বিভাগে তালা লাগিয়ে রাখেন। তারা বোর্ডের মিটিং উপলক্ষে বহিরাগতদের সঙ্গে নিয়ে হাসপাতাল দখলের চেষ্টা করেন। এসময় তাদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসটি/আরআইএস/জেডএস