নাটাের: নাটোরে গম পাচারের মামলায় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) সাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (০৩ এপ্রিল) সাহাদাত হোসেন খাদ্যগুদাম থেকে সরকারের ক্রয়কৃত ১০ টন গম পাচারের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ মণ্ডল ও জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম গমগুলো জব্দ করেন।
এরপর রাত ১২টার দিকে নাটোর সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক সাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলাটি দুদকে হস্তান্তর করা হচ্ছে। বর্তমানে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।