ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ফতুল্লায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ হোসেন (৪০), আক্তার কামালকে (৩৩) আটক করেছে পুলিশ।

সোমবার (০৩ এপ্রিল) রাত ও মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে ফতুল্লার সাইনবোর্ড ও ভুইগড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার শরীফ কক্সবাজার টেকনাফের নাজিরপাড়া এলাকার মৃত শাখের আহস্মেদের ছেলে ও একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে আক্তার কামাল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান-২ ও এএসআই তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে সাইনবোর্ড এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরীফ ও ভুঁইগড় এলাকা থেকে আক্তার কামালকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী শরীফ ও আক্তার কামালকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করলে তারা জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় বড়  চালান ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।

তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।