ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ফেনীতে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার 

ফেনী: ফেনীর পৌর এলাকা থেকে মোহাম্মদ মনজু (২৭) নামের এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে পৌর এলাকার সদর হাসপাতাল রোডের এয়ারপোর্ট প্লাজার জসিম স্টোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মনজু জসিম স্টোরে গত ২ বছর ধরে কাজ করতেন।

 

সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে দোকান মালিক জসিম পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএইচডি/আরআর/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।