ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজউক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
রাজউক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউজ) এর সহকারী অথোরাইজড অফিসার (চলতি দায়িত্ব) মো. আলী আজম মিঞার বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (০৪ এপ্র্রিল) দুপুরে কমিশনের নির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, রাজউকের জরিপকারক (সার্ভেযার) হিসেবে কর্মজীবন শুরু করেন মো. আলী আজম মিঞা।

এ চাকরি করে তিনি রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে ৬তলা বিলাসবহুল একটি বাড়ি বানিয়েছেন।  

এদিকে কমিশনের অনুসন্ধানে জানা যায়, তিনি সর্বমোট ২ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৪৫৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার সম্পদ জ্ঞাত আয় বর্হিভূত অর্থাৎ অবৈধভাবে অর্জন করেছেন।

এছাড়া কমিশনের কাছে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকার সম্পদ গোপন করেছেন।

এজন্য কমিশন দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।  

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন রাজউক এর এ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবেন।   

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭/আপডেট: ১৪৫৩ ঘণ্টা
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।