বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত-ছবি: বাংলানিউজ
ঝিনাইদহ: ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, দুপুরে চুয়াডাঙ্গা থেকে সাথী পরিবহনের একটি বাস ঝিনাইদহে আসছিল।
পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।