এছাড়া অনেক শিক্ষার্থীকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে উপজেলার গালা গণবালিকা উচ্চ বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটে ব্যথা ও বমি হতে থাকে। এ অবস্থায় তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, হাসপাতালে ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/আরএ