ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে অবৈধভাবে পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পোল্ট্রি খামারিরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ধামরাই ঢুলিভিটায় অর্ধ-শতাধিক পোল্ট্রি খামারি মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় ধামরাই পল্লি বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ সংযোগ দেখিয়ে গত ৩১ জানুয়ারি গাফফর পোল্ট্রি ফার্মের সংযোগ বিচ্ছিন্ন করেন।

ফলে এই ফার্মে পানির অভাবে ও গরমের কারণে প্রায় কয়েক হাজার মুরগি মারা যায়। এর প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উল্টো থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।

তারা আরও জানান, এভাবে চলতে থাকলে যারা ব্যাংক ঋণ নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেছেন তাদের সর্বস্ব নিলাম হয়ে যাবে। তাই পল্লি বিদ্যুতের এসব অসাধু কর্মকর্তার শাস্তিসহ পোল্ট্রি খামারিদের ব্যবসা পরিচালনায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় ধামরাই উপজেলার বিভিন্ন বাজার সমিতির ব্যবসায়ী মালিকরাও উপস্থিত হয়ে পোল্ট্রি খামারিদের সঙ্গে এক‍াত্মতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।