মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ধামরাই ঢুলিভিটায় অর্ধ-শতাধিক পোল্ট্রি খামারি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় ধামরাই পল্লি বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ সংযোগ দেখিয়ে গত ৩১ জানুয়ারি গাফফর পোল্ট্রি ফার্মের সংযোগ বিচ্ছিন্ন করেন।
তারা আরও জানান, এভাবে চলতে থাকলে যারা ব্যাংক ঋণ নিয়ে পোল্ট্রি ব্যবসা শুরু করেছেন তাদের সর্বস্ব নিলাম হয়ে যাবে। তাই পল্লি বিদ্যুতের এসব অসাধু কর্মকর্তার শাস্তিসহ পোল্ট্রি খামারিদের ব্যবসা পরিচালনায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় ধামরাই উপজেলার বিভিন্ন বাজার সমিতির ব্যবসায়ী মালিকরাও উপস্থিত হয়ে পোল্ট্রি খামারিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআর/এমজেএফ