আটক ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়িয়া এলাকার মৃত আলী আহমেদ শেখের ছেলে নজির শেখ (২৭) ও একই উপজেলার কালকেবাড়ী এলাকার মো. করিম শেখের ছেলে মো. রানা শেখ (১৮)।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনি পত্তাশী এলাকায় র্যাব-৮ একটি দল অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে নজির শেখ ও রানা শেখ নামে দুইজনকে আটক করা হয়। পরে নজির শেখের দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা এবং রানার হাতে থাকা ব্যাগ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে মঙ্গলবার সকালে ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেন।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার রাতে ওই দুই মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার বালিপাড়া থেকে ৫০ গ্রাম গাঁজাসহ শহিদ (৩০) এবং ঘোষেরহাট থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আলামিনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ