ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী মুক্তিযু্দ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনারা/ফাইল ছবি

নয়াদিল্লি থেকে: আসন্ন ভারত সফরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সাত ভারতীয়র স্বজনদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সাত শহীদ হচ্ছেন, ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর অনুপ সিং, সেপাই অংশুয়া প্রসাদ, লে. সমীর দাস, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত, ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী ও সুবেদার মালকাত সিং।

ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন বলেন, ৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় দিল্লি ক্যান্টনমেন্টে মানেকশ সেন্টারে শেখ হাসিনা ৭১' এ শহীদ ভারতীয় যোদ্ধাদের স্বজনদের হাতে সিলভার ক্রেস্ট তুলে দেবেন।

নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন সে সময়।

ফরিদ হোসেন বলেন, এটি অনেকটা টোকেন সম্মান প্রদর্শন। এরপর বিভিন্ন সময়ে বাকি শহীদের ১৬৬১ পরিবারকে ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।