মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ ওই এলাকার নির্মাণ শ্রমিক আসাদুল ইসলামের ছেলে।
নিহতের বাবা আসাদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ওই কারখানার অরক্ষিত ১৫ ফুট গভীর পানির ট্যাংকে পড়ে যায় পারভেজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরএস/এসআরএস/জেডএস