ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পানির ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
গাজীপুরে পানির ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানার নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে পারভেজ (৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলার টেংরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ ওই এলাকার নির্মাণ শ্রমিক আসাদুল ইসলামের ছেলে।

সে স্থানীয় শেখ নসর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।

নিহতের বাবা আসাদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ওই কারখানার অরক্ষিত ১৫ ফুট গভীর পানির ট্যাংকে পড়ে যায় পারভেজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।