স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ-ধারা (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপ-সচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত (৪৬.০০.০০০০.০৬৩.২৭.০১১.১৬-৩৮৭) প্রজ্ঞাপনে জানানো হয়, ফুলবাড়ী পশ্চিম কাঁটাবাড়ী এলাকার মৃত নায়েব উদ্দিন সরকারের ছেলে পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিকের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ প্রাওয়ার ৩ দিনের মধ্যে প্যানেল মেয়র-১ এর কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী ফুলবাড়ী পৌর মেয়রের দায়িত্ব পাবেন ১ নং প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
জেডএস