সোমবার (০৩ এপ্রিল) রাতে বরেন্দ্র জাদুঘর মোড় থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে তাকে বোয়ালিয়া থানায় সোর্পদ করা হয়।
এ বিষয়ে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, সোমবার রাতে আজিজসহ আরও কয়েকজন প্রতারক ডিবি পুলিশ পরিচয়ে রাফি (১৯) নামের এক কিশোরকে মণিচত্বর থেকে আটক করে। পরে ওই কিশোরকে বরেন্দ্র জাদুঘর মোড়ে নিয়ে তার মামাকে ফোন করে বলে ইয়াবাসহ ভাগ্নেকে আটক করা হয়েছে। টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে।
এ সময় রাফির মামা বিষয়টি ডিবি কার্যালয়ে জানালে মহানগর ডিবি পুলিশের একটি দল কৌশলে বরেন্দ্র জাদুঘর মোড় থেকে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দেওয়া আজিজকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
সকালে ডিবি পুলিশ তাকে বোয়ালিয়া থানায় সোর্পদ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে আজিজকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএস/এসআরএস/জেডএস