লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রহমতখালী নদীতে অষ্টমী স্নান উৎসব পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার পৌর শহরের শাখারীপাড়া ঘাটে পাপ মোচনের আশায় স্নান উৎসবে মিলিত হন পুণ্যার্থীরা।
প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে জেলার বিভিন্ন স্থান থেকে স্নান করতে আসেন হাজারো পুণ্যার্থী।
এ সময় হরিনাম সংকীর্তণ ও অন্নপূর্ণা পূজা অনুষ্ঠিত হয়। এতে আগত ভক্তকুলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআরএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।