মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মহাখালী কেন্দ্রীয় বাস টার্মিনালের রাস্তায় মোটরসাইকেল চালকদের একটি করে টি-শার্ট দেয় মহাখালী ট্রাফিক জোন।
মহাখালী ট্রাফিক জোনের এসি আশরাফ উল্লাহ বাংলানিউজকে বলেন, যে সব মোটরসাইকেল চালক তাদের কাগজপত্র সব হালনাগাদ করেছেন, একই সঙ্গে ট্রাফিক আইন মেনে হেলমেট পরেছেন তাদের একটি করে ট্রাফিক সচেতনতামূলক টি-শার্ট উপহার দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৩ এপ্রিল (সোমবার) থেকে ডিএমপির মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ভিন্নধর্মী পুরস্কারের আয়োজন। যারা ট্রাফিক আইন মেনে চলছেন তাদের জন্য একটি করে টি-শার্ট পুরস্কার দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ট্রাফিক আইন মেনে চলছেন না তাদের জরিমানা করা হয়েছে।
ভিন্নধর্মী এই পুরস্কার দেওয়ার সময় উপস্থিত ছিলেন- টি আই সালাউদ্দিন, টি আই জাকির, পুলিশের সার্জেন্ট মানসুর, সার্জেন্ট নকীব, সার্জেন্ট কাজিউলসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসটি/জিপি/এএ