মঙ্গলবার (৪ এপ্রিল) মামলার ধার্য্য দিনে কারা কর্তৃপক্ষ নূর হোসেনকে হাজির না করায় আদালত সাক্ষ্য গ্রহণ করেনি।
নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে ওই ৮টি মামলার বিচারকার্য চলছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ্ উদ্দীন (সুইট) এর সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আমিসহ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদও রাষ্ট্রপক্ষে পরিচালনা করছেন। তবে পরবর্তী ধার্য্য তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
জেডএম/