ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূরের বিরুদ্ধে ৮ মামলার সাক্ষ্য হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূরের বিরুদ্ধে ৮ মামলার সাক্ষ্য হয়নি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ ৮ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

মঙ্গলবার (৪ এপ্রিল) মামলার ধার্য্য দিনে কারা কর্তৃপক্ষ নূর হোসেনকে হাজির না করায় আদালত সাক্ষ্য গ্রহণ করেনি।

নারায়ণগঞ্জ দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে ওই ৮টি মামলার বিচারকার্য চলছে।

আদালত নূর হোসেনের উপস্থিতিতে ফের সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. সালাহ্ উদ্দীন (সুইট) এর সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আমিসহ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদও রাষ্ট্রপক্ষে পরিচালনা করছেন। তবে পরবর্তী ধার্য্য তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।