ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নারী পুলিশ সদস্য আত্মহত্যার ঘটনায় এসআই কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
নারী পুলিশ সদস্য আত্মহত্যার ঘটনায় এসআই কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর থানার সেই উপ-পরিদর্শক (এসআই) মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত বুধবার (৫ এপ্রিল) রিমান্ডের দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি বাংলানিউজকে বিষয়টি জানান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার রাতে হালিমার বাবা মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই এসআই মিজানকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশলাইন্সে ক্লোজ করা হয়।

গত রোববার দুপুরে গৌরীপুর থানার এসআই মিজানের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন কনস্টেবল হালিমা। পরে ঢাকায় নেওয়ার পথে ভালুকায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।