মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল থেকে রোগীদের চিকিৎসা সেবা দেয় খাগড়াছড়ি সিএমএইচ এ কর্মরত ডা. ক্যাপ্টেন শামীম ও ক্যাপ্টেন তানিজা।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির জোনের অধীনস্থ পানছড়ি সাব জোনের অধিনায়ক মেজর রফিকুল ইসলাম।
৩নং সদর পানছড়ি ইউপির অক্ষয় মেম্বার পাড়া, নাপিতা পাড়া, রত্ন মুনি পাড়া, পানের বোরো এলাকার প্রায় তিন শতাধিক হত-দরিদ্র জনগণের মধ্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআরএস/এমজেএফ ।