পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে বক্তারা বলেন, আগাম বন্যায় সিলেটের চার জেলার ৭৩ হাজার ৮শ’ ৪৫ হেক্টর বোরো ও সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জেই ৪৩ হাজার ৩১৫ হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে।
আগাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সিকন্দর আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা প্রমুখ।
মানববন্ধনে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেয় বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেট, বিশ্বম্ভরপুর সমিতি সিলেট, নেত্রকোনা সমিতিসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনইউ/এএটি/এমজেএফ