ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দিনব্যাপী ‘বান্নি মেলা’ শেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
নীলফামারীতে দিনব্যাপী ‘বান্নি মেলা’ শেষ বান্নি মেলা-ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সঙ্গলশীতে জমজমাট ‘বান্নি মেলা’ শেষ হয়েছে। হিন্দু ধর্মালম্বীদের পূণ্যস্নান উপলক্ষে বসে এ মেলা। মেলাকে কেন্দ্র করে ভোর থেকে দূর-দূরান্তের লোকজন আসতে শুরু করে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা যায়, কামাররা দা, কুড়াল, বাশিলা, ছুরি, কাঠারি নানা ধরনের যন্ত্রপাতি নিয়ে বসে আছেন। মেলায় বিভিন্ন ধরনের ফল, মাটির জিনিসপত্র ও হাতপাখা দেখা যায়।

মেলায় সব বয়সের নারী-পুরুষ ও শিশুদের ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও মেলার একপাশে জিলাপির এবং আচারের দোকান রয়েছে। আচারের দোকান-ছবি: বাংলানিউজপ্রতিবছর চৈত্র মাসের ২১ তারিখে একদিনের জন্য বসে এ মেলা। মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।