ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডিসির সঙ্গে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বগুড়ায় ডিসির সঙ্গে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময় বগুড়ায় ডিসির সঙ্গে এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময়-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় এলপি গ্যাস ডিপো চালু করার বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিনের সঙ্গে রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির মতবিনিময় হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সভাপতি জি এম চৌধুরী হান্নান, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, যমুনা অয়েল কোম্পানির বগুড়ার সহকারী মহা-ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, পদ্মা অয়েল  কোম্পানির সহকারী মহা-ব্যবস্থাপক শেখ আল-মামুন, মেঘনা পেট্রোলিয়ামের সহকারী মহা-ব্যবস্থাপক ওমর ফারুক নিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতারা বগুড়ায় পুনরায় এলপিজি গ্যাস ডিপো চালুর জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।