মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলা শেষে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল খেলায় ঢাবি ও জাবির মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলায় টাইব্রেকারে ২-৩ গোলে ঢাবিকে হারিয়ে জয়ী হয় জাবি।
এ সময় ঢাবি খেলোয়াড় ও শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে জাবির খেলোয়াড় ও শিক্ষার্থীদের। এতে গোলরক্ষক নিতুল শর্মা ও জনি নামে দুই খেলোয়াড় আহত হয়।
এ বিষয়ে জাবি বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমাদের শিক্ষার্থীদের নিরাপদে বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। তারা ক্যাম্পাসে ফিরছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআরএস/এসএইচ