ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের শামীমের বাবা আবুল হাসেমের ইন্তেকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বাংলানিউজের শামীমের বাবা আবুল হাসেমের ইন্তেকাল মরহুম আবুল হাসেম মজুমদার

ফেনী: বাংলানিউজের অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর শামীম হোসেন মজুমদারের বাবা আবুল হাসেম মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফেনীর ছাগলনাইয়া শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (০৫ এপ্রিল) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবুল হাসেম মজুমদারের মৃত্যুতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম পরিবারের পক্ষ থেকে এডিটর ইন চিফ আলমগীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএইচডি/এইচএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।