ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীকে শোকজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বিয়ানীবাজারে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থীকে শোকজ

সিলেট: আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী আব্দুস শুকুরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ওই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা মনির হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত অর্থাৎ ২১ দিন আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও মেয়র প্রার্থী হিসেবে আব্দুস শুকুর প্রচারণা চালিয়েছেন।

তিনি স্থানীয় ইউসুফ কমপ্লেক্সে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালান। যা স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত হয়।

এটি পৌরসভা নির্বাচন ২০১৫ বিধি ৫-এর পরিপন্থি। বিধিমালার ৩১ বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া যাবে না, এ মর্মে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে যে দলের প্রার্থীই হোন না কেন ছাড় দেওয়া হবে না, বলেন মনির হোসেন।

আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভাপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।