ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে গৃহকর্তার গুলিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বদলগাছীতে গৃহকর্তার গুলিতে ডাকাত নিহত

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনদের মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তার বন্ধুকের গুলিতে এক ডাকাত নিহত ও অপর একজন আহত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের মৃত ফসিহ উদ্দীন চৌধুরীর ছেলে ফজলে আজিজ চৌধুরী মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা ফজলে আজিজ চৌধুরী ও তার বড় ছেলে সাহাদুল চৌধুরী বাংলানিউজকে জানান, রাত অনুমানিক ৩টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত তাদের বাড়ির নিচতলার উত্তর ভিটার ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে।

তারা দোতলায় উঠে গৃহকর্তার ২ ছেলে ও ছেলে বউদের অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি মারধর করে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল।

এ সময় গৃহকর্তা ফজলে আজিজ তার ঘরের জানালা দিয়ে গুলি ছুড়লে ডাকাত দলও পাল্টা গুলি ছোড়ে এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আবার গুলি করলে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

ডাকাতরা হতাহত ডাকাতদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে গৃহকর্তা আবারও গুলি ছুড়লে তারা দিকবিদিক ছুটাছুটি করে মরদেহ ফেলে রেখে আহত ডাকাতকে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, নিহত ডাকাতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহত ডাকাতের নাম পরিচয় ও অন্য ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭/আপডেট: ১৩০০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।