বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে আশুলিয়ার বাইদগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেলোয়ার ওই এলাকার মৃত আমানউল্লাহ আমানের ছেলে।
দেলোয়ারের স্বজনরা বাংলানিউজকে জানান, পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সে মানসিকভাবে চাপে ছিল দেলোয়ার। মঙ্গলবার পরীক্ষা দিয়ে আসার পর থেকে নিজ ঘরেই বসে ছিল সে। পরে রাতের খাওয়া শেষে নিজ কক্ষের দরজা বন্ধ করে রাখে। সকালে দরজা না খোলায় স্বজনদের সন্দেহ হলে জানালা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মকিম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ