ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিম বাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভেলাগুড়ি এলাকার শামছুদ্দিনের ছেলে স্থানীয় ইলেক্ট্রিশিয়ান খোরশেদ আলম (৪৫), একই এলাকার আজিজার রহমানের ছেলে ইলেক্ট্রিশিয়ান ফেরদৌস আলম (২৮), একই এলাকার গোলাপ মিয়ার ছেলে উকিল মিয়া (২৫) ও জোনাব আলীর কলেজ পড়ুয়া ছেলে মিল্টন মিয়া (২৪)।

 

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, কাছিম বাজার এলাকায় মঙ্গলবার রাতে ঝড়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। সকালে বিদ্যুৎ বিভাগের নির্দেশে স্থানীয় ইলেক্ট্রিশিয়ানরা ওই লাইন মেরামত করছিলেন। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে ওঠেন উকিল মিয়া। এ সময় অসাবধানে হঠাৎ বিদ্যুৎ সংযোগ সচল করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।  
নিচে থাকা খোরশেদ ও ফেরদৌস তাকে বাঁচাতে গেলে তারে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পথচারী কলেজছাত্র মিল্টনও ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।  

এদিকে, স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উকিল মিয়াকে উদ্ধার করে পাশের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহির উদ্দিন বাংলানিউজকে জানান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই চারটি প্রাণ ঝড়ে গেল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।  

হাতীবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইনচার্জ প্রকৌশলী সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ঝড়ের সময় জরুরি কাজে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের সাহায্য নেয়া হয়। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।