বুধবার (০৫ এপ্রিল) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর মধ্যপাড়ার তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মনির হোসেন (৪৫), আমির হোসেন (৪২), নাসিমা বেগম (৩৮), আতরবানু (৩৫), আশরাফুল (১৬), জামাল (৩৮) ও জাহানারা।
স্থানীয়রা জানায়, তোতা মিয়ার জমির পাশেই সুলতান নামে এক ব্যক্তির জমি। এই জমির সীমানা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সুলতান লোকজন নিয়ে লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে তোতার পরিবারের সদস্যদের আঘাত করেন। এতে তোতার পরিবারের ওই ছয়জন আহত হন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে সাভার মডের থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই