ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অপহরণের আড়াই বছর পর শিশু উদ্ধার, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
অপহরণের আড়াই বছর পর শিশু উদ্ধার, আটক ৩ অপহরণের আড়াই বছর পর শিশু উদ্ধার-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনা থেকে অপহরণের প্রায় আড়াই বছর পর আব্দুল লতিফ (৩) নামে একটি শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বটতলা গ্রামের এমদাদ, শ্রীপুরের উজিলাপুর গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী লতিফা ও একই উপজেলার টেংরা গ্রামের আবুল কালামসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ২০১৪ সালে পূর্বধলার বটতলা গ্রামের প্রয়াত আব্দুল লতিফের সন্তানসম্ভবা স্ত্রী নাসিমা আক্তার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।

পরে নাসিমা’র প্রেমিক গ্রামের প্রতিবেশি আপীল শেখ এবং তার বড় ভাই কাবিল শেখ ফুসলিয়ে তাকে গাজীপুর মাওনায় নিয়ে যান। বাচ্চা প্রসবের জন্য সেখানকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নাসিমাকে ভর্তি করা হয়। মঙ্গলবার (১৮ নবেম্বর) নাসিমার গর্ভে শিশু আব্দুল লতিফের জন্ম হয়। জন্মের সাতদিন পর শিশুটিকে রেখে দিয়ে নাসিমাকে তাড়িয়ে দেয় তার প্রেমিক আপিল শেখসহ অন্যান্যরা।

এ ঘটনার পর আপীল ও তার বড় ভাই কাবিল, কাবিলের বন্ধু এমদাদ এবং চাচা শ্বশুর আবুল কালাম শিশু লতিফকে উজিলা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী লতিফার কাছে পাচার করে দেন। এসব ঘটনায় দফায় দফায় সাতটি মামলা হয়। রহস্যের জটিলতার জট খুলার পাশাপাশি দীর্ঘদিন পর শিশু উদ্ধারের বিষয়টিকে অতিরিক্ত পুলিশ সুপারের সাফল্য বলে মনে করছেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।