ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় ৩৯ পরিবারে বিদ্যুৎ সংযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বাগাতিপাড়ায় ৩৯ পরিবারে বিদ্যুৎ সংযোগ বাগাতিপাড়ায় ৩৯ পরিবারে বিদ্যুৎ সংযোগ-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের হিজলী দিঘাপাড়া ও সোনাপুর গ্রামে ৩৯টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।            

বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় নতুন বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, দয়ারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরদার।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।