ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০ বগুড়ার বাস-ট্রাক সংঘর্ষ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আবুল হোসেন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের শহরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সাবগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।

শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে জানান, শজিমেকে চিকিৎসাধীন আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমবিএইচ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।