বুধবার (০৫ এপ্রিল) দুপুরে ২০১৬-১৭ অর্থবছরে উপকারভোগী নারীদের এ ভাতা ও কার্ড বিতরণ করা হয়।
নন্দীগ্রাম পৌরসভার আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল।
প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে মাতৃ সহায়তা ভাতা ও কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
কর্মজীবী ‘ল্যাকটেটিং মাদার’ সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থবছরে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৪৫০ জন সদ্য মা হওয়া উপকারভোগীর মধ্যে পর্যায়ক্রমে প্রতি মাসে ৫০০ টাকা করে ছয় মাসের ভাতা বাবদ তিন হাজার করে টাকা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমবিএইচ/জিপি/টিআই