ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
রাজধানীতে ২ মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস মণ্ডল জানান, শ্যামলী গাটকো ভবনের সামনে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে শাহ আলী থানাধীন এল‍াকা থেকে শানাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক কলহের জের ধরে শানাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত শানাল মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার রাজনগর গ্রামের শাহ সুফি আফাজ উদ্দিনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ দুটি ব‍ুধবার (৫ এপ্রিল) দুপুরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।