বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস এর সত্যতা নিশ্চত করেছেন।
তিনি জানান, সংবাদ পেয়ে পূর্ব বাড্ডা শাহাবুদ্দিন মোড় এলাকার একটি টিনশেড বাড়ি থেকে নাসির মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পেশায়ে নাসির সিএনজিচালিত অটোরিকশ চালক। তার স্ত্রী ফরিদা এক বছর আগে দুবাই চলে যান। বিভিন্ন সময় মোবাইলে কথা বলতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া শোনা যেতো। এসবের কারণে হয়তো নাসির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এক সন্তানের জনক নাসির মিয়া পটুয়াখালীর খেপুপাড়া উপজেলার শান্তীপুর গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/জেডএস