বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত জলিল ডিমলা উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- একই এলাকার নুরুল ইসলাম (৩৫), মজনুল (৩৬), রেজা (৩৯), আহার আলী (৩৬), ওবায়দুল (৩৮) ও কাউছার (৩৫)। আহতদের মধ্যে ২জনকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, আমানগন্ডা এলাকায় শাহ সাহেব ব্রিক ফিল্ডের ৭ শ্রমিক বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে জলিল মারা যান এবং ৬ জন গুরুতর আহত হন।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল্লাহ বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর তাদের (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম বাংলানিউজকে জানান, মাইক্রোবাসটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরআইএস