ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর কারাগার থেকে তিন কয়েদিকে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
লক্ষ্মীপুর কারাগার থেকে তিন কয়েদিকে স্থানান্তর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের বড় ছেলে ফাঁসির দণ্ড থেকে ক্ষমাপ্রাপ্ত এইচএম বিপ্লবসহ তিন কয়েদিকে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও যথাযথভাবে দায়িত্ব পালন না করায় লক্ষ্মীপুর কারাগারের ফার্মাসিস্ট ও সুবেদারকে বদলি করা হয়।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, কারা মহা-পরিদর্শকের পক্ষে সহকারী কারা মহা-পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে  স্থানান্তরের আদেশ দেওয়া হয়।

এইচএম বিপ্লবকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, আ. জব্বার লাভুকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও সৈয়দ নুরুল আজিম বাবরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়েছে।

এদিকে, যথাযথভাবে দায়িত্ব পালন না করায় পৃথক চিঠিতে লক্ষ্মীপুর কারাগারের ফার্মাসিস্ট আবদুল হামিদকে কুড়িগ্রাম কারাগার ও সুবেদার মামুনুর রশিদকে পঞ্চগড় কারাগারে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।