ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিতপুর সীমান্ত থেকে শিক্ষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
নিতপুর সীমান্ত থেকে শিক্ষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে আকবর আলী নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আকবর আলী উপজেলার নিতপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে।

তিনি পোরশা দিয়াড়াপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

১৪ বিজিবি’র সিও লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা বাংলানিউজকে জানান, টাকা লেনদেন সংক্রান্ত বিবাদের কারণে বিকেলে কয়েকজন স্থানীয় বাংলাদেশী এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। এর জের ধরে সন্ধ্যায় আকবর আলী তার জমি থেকে ফেরার পথে বাংলাদেশী ২৩১/পিএস নং পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি জানার পর বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া শর্তে ওই শিক্ষককে ফেরত দিতে চেয়েছেন তারা। তবে অনেক খোঁজ করার পরও ওই ভারতীয় নাগরিককে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।