বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আকবর আলী উপজেলার নিতপুর গ্রামের মৃত হানিফ খানের ছেলে।
১৪ বিজিবি’র সিও লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা বাংলানিউজকে জানান, টাকা লেনদেন সংক্রান্ত বিবাদের কারণে বিকেলে কয়েকজন স্থানীয় বাংলাদেশী এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। এর জের ধরে সন্ধ্যায় আকবর আলী তার জমি থেকে ফেরার পথে বাংলাদেশী ২৩১/পিএস নং পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
ঘটনাটি জানার পর বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় নাগরিককে ফেরত দেওয়া শর্তে ওই শিক্ষককে ফেরত দিতে চেয়েছেন তারা। তবে অনেক খোঁজ করার পরও ওই ভারতীয় নাগরিককে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এনটি