বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে যখন জঙ্গির মহোৎসব চলছে তখন জনগণকে সঙ্গে নিয়ে এ দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের নিয়ন্ত্রণে রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম), জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনটি