ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি নিয়ন্ত্রণে রেখেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
জঙ্গি নিয়ন্ত্রণে রেখেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

নেত্রকোনা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিজের জীবন বাজি রেখে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী দেশের জঙ্গি নিয়ন্ত্রণে রেখেছে।

বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ফটো গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে যখন জঙ্গির মহোৎসব চলছে তখন জনগণকে সঙ্গে নিয়ে এ দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী জঙ্গিদের নিয়ন্ত্রণে রেখেছে।

১৯৭১ সালেও দেশ স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এবারও জঙ্গি দমনে কঠোর ভূমিকা নিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশ ও দেশের জনগণকে তারা মনে প্রাণে ভালোবাসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম), জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।