এদিকে, বেসরকারি সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, প্রায় দুই হাজার ঘর বাড়ি ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে।
বুধবার (০৫ এপ্রিল) রাতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বাংলানিউজকে জানান, এ উপজেলায় ঝড়ে ৯টি ইউনিয়নের ১৩শ’ ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
![সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি। ছবি: বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/deni-inn20170406020008.jpg)
সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আরেফিন বাংলানিউজকে বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইউনিয়নের ৫শ’ পরিবার। এ সব পরিবার গুলো বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের উদ্ধার কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটির কয়েকটি ইউনিট।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এ কামরুল আনাম বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন শিগগিরই ত্রাণের ব্যবস্থা করছে।
![সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি। ছবি: বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/femi-inn120170406020035.jpg)
বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরআইএস/