ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ে প্রায় ১৩শ’৩০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে, বেসরকারি সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, প্রায় দুই হাজার ঘর বাড়ি ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) রাতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বাংলানিউজকে জানান, এ উপজেলায় ঝড়ে ৯টি ইউনিয়নের ১৩শ’ ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এরমধ্যে ৫০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবশিষ্ট ৮ শ’৩০ টি ঘরবাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি।                                          ছবি: বাংলানিউজতিনি আরও জানান, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিদের্শনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা পাঠানোর জন্য।
 
সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আরেফিন বাংলানিউজকে বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইউনিয়নের ৫শ’ পরিবার। এ সব পরিবার গুলো বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের উদ্ধার কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটির কয়েকটি ইউনিট।
 
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এ কামরুল আনাম বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসন শিগগিরই ত্রাণের ব্যবস্থা করছে। সোনাগাজীতে ঝড়ে বিধ্বস্ত ১৩শ’ ঘরবাড়ি।  ছবি: বাংলানিউজএদিকে, ঝড়ে উপজেলার সবক'টি ইউনিয়ন ও পৌরসভায় পল্লীবিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।