ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আসামি

দিনাজপুর: দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের হেফাজত থেকে সুজাউর রহমান সুজা (৩২) নামে এক আসামি পালিয়েছে।

এ ঘটনায় মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বিপেন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সুজা দিনাজপুর সদর উপজেলার আস্করপুর বটেরহাট এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রিমান্ড শেষে আদালতে নেওয়ার আগে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পালিয়ে যান তিনি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, গত ২২ মার্চ ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় দিনাজপুর সদর উপজেলার আস্করপুর বটেরহাট থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গত ৩০ মার্চ আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) আসামিকে রিমান্ডে আনা হয়। রিমান্ড শেষে আদালতে নেওয়ার আগে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে গেলে পালিয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।