বুধবার (৫ এপ্রিল) দিনগত রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমীর গৌরনদী উপজেলার আশকর গ্রামের প্রভূদানে ছেলে।
নিহত সমীরের ভাই সৈলেন মুয়ারী বাংলানিউজকে বলেন, রাজধানীর ভাটারার সাইদ নগর এলাকার বাসিন্দা তারা। সমীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতে বাইসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বাড্ডা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এজেডএস/আরআইএস