ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ বেতারের শিল্পী লিও জে বাড়ৈর ইন্তেকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বাংলাদেশ বেতারের শিল্পী লিও জে বাড়ৈর ইন্তেকাল শিল্পী লিও জে বাড়ৈ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উচ্চাঙ্গ সংগীত শিল্পী লিও জে বাড়ৈ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

বুধবার (০৫ এপ্রিল) বিকেলে সাভারের আনন্দপুর সিটিলেন এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

নিহত শিল্পীর স্ত্রী স্বপ্না বাড়ৈ জানান, বিকেলে তার স্বামী বাড়িতে ব্যক্তিগত কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য লিও জে বাড়ৈর মরদেহ উপজেলা চত্বরে রাখা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে লিও জে বাড়ৈর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।