বুধবার (০৫ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেনটি ওই এলাকায় লাইনচ্যুত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব সহকারী রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইকান্দিতে লাইনচ্যুত হয়।
এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেনও আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে না পৌঁছায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কার্যক্রম শুরু হয়নি। সেক্ষেত্রে উদ্ধার অভিযানে খানিকটা সময় লাগতে পারে।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জেডএস