বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ বুধবার (০৫ এপ্রিল) রাতে শ্রীপুর পৌরসভা এলাকার চন্নাপাড়ায় নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী মো. মাহতাব উদ্দিনকে আটক করা হয়।
এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মাহতাব উদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বুধবার রাতে তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/জেডএস