ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
 গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ বুধবার (০৫ এপ্রিল) রাতে শ্রীপুর পৌরসভা এলাকার চন্নাপাড়ায় নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী মো. মাহতাব উদ্দিনকে আটক করা হয়।

খবরটি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেন এলাকাবাসী।  

এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মাহতাব উদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। বুধবার রাতে তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।