আহতরা সবাই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাশিমা অ্যাপারেলস নামক একটি পোশাক কারাখানার শ্রমিক।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক নান্নু মন্ডল বাংলানিউজকে জানান, সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাশিমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিলো বাসটি। পথে মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি মাছবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে কারখানার ২০ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
মানিকগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ১৮/২০ জন লোক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
জেডএস