বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ৮টা থেকে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে সকাল ১০টা থেকে পরিস্থিতি ভীতিকর হয়ে ওঠে।
বাংলানিউজকে ওই কারখানার এক শ্রমিক জানান, সকালে বাস দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের হাসপাতালে না পাঠিয়ে কারখানায় নিয়ে আসেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রতিবাদ করলে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সাধারণ শ্রমিকদের মারধর করেন। এ বিষয়কে কেন্দ্র করেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তবে কারখানার সাধারণ শ্রমিকদের দাবি, সড়ক দুর্ঘটনায় শ্রমিক মারা যাওয়ার বিষয়টি গোপন করেছে কর্তৃপক্ষ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ, সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান ও গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহতের খবর তাদের কাছে নেই।
এ ব্যাপারে কারখানার ডিজিএম শাওন দেবনাথের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭/আপডেট: ১১২৮ ঘণ্টা
ওএইচ/জেডএস